সাম্প্রতিক অর্থ বছর সমূহে গবাদি পশুর জাত উন্নয়নে যথাক্রমে ১৩৭১৭ , ১৩৫১৬ ও 13461 টি প্রজননক্ষম গাভী/বকনা কৃত্রিম প্রজননের আওতায় আনা হয়েছে।উৎপাদিত সংকরজাতের বাছুরের সংখ্যা যথাক্রমে ৫৬০৬ ,৪৯৯৩ ও 4939 টি।
বিদ্যমান প্রাণিসম্পদ সংরক্ষণ ও সম্প্রসারণে যথাক্রমে ১০.১৬, ১৩.৫৬ ও 7.19 লক্ষ গবাদিপশু-পাখিকে টীকা প্রদান করা হয়েছে এবং যথাক্রমে ৩.৩৪, ৩.৪৮ ও 3.60 লক্ষ গবাদিপশু-পাখিকে চিকিৎসা প্রদান করা হয়েছে।
খামারিদের সক্ষমতা বৃদ্ধি, খামার ব্যবস্থাপনার উন্নয়ন ও খামার সম্প্রসারণে ৮২৫, ১২০০ ও 4816 জন খামারিকে প্রশিক্ষণ প্রদানসহ যথাক্রমে ৬৫ ,৬৫ও ৬০ টি উঠান বৈঠক
নিরাপদ ও মানসম্মত প্রাণিজ আমিষ উৎপাদনে যথাক্রমে ৯৪, ৮০ ও 137টি খামার/ফিডমিল/হ্যাচারিপরিদর্শন; যথাক্রমে৩০, ৩০ও 4০ জন মাংস প্রক্রিয়াজাতকারী (কসাই) প্রশিক্ষণ এবং গত 3 বছরে 7 টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।